বাজেট
আমি অশোধনীয় আশাবাদী : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেকে অশোধনীয় আশাবাদী উল্লেখ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের দুই লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের শেষদিকে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সম্ভাবনা অপরিমেয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি বরাবরই এ দেশের অপরিমেয় সম্ভাবনা নিয়ে আশাবাদী। আবারও পুনরাবৃত্তি করব যে, আমি অশোধনীয় আশাবাদী।’
অর্থমন্ত্রী বলেন, ‘সবশেষে বলতে চাই, শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি, বৈরিতা এবং একধরনের নির্বোধ দেশ-শত্রুতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সকল প্রতিবন্ধকতা তুচ্ছ করে আমাদের কর্মঠ, কষ্টসহিঞ্চু, সাহসী ও প্রাণপ্রাচুর্যে ভরা সাধারণ জনগণ তাঁদের শ্রম, মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতা দিয়ে এই অগ্রগতির চাকা সচল রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই অগ্রযাত্রা থাকবে নিয়ত সঞ্চরণশীল।’
আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, ‘আলোকোজ্জ্বল, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের এই অভিযাত্রায় আসুন দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে আমরা সব বিভেদ ভুলে সম্মিলিতভাবে এগিয়ে যাই। সব ধরনের অকল্যাণকর ও জনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকি। গড়ে তুলি মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, উন্নয়নকামী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। আমাদের কর্মোদ্যম ও আদর্শবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আমাদের জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা।’