বাজেট
তৈরি পোশাকে কর দ্বিগুণ
তৈরি পোশাক, টেরি টাওয়েল, কার্টন ও এক্সেসরিজ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছসহ সব রপ্তানি পণ্যের করের হার বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত অর্থবছরে অর্থবিল উত্থাপনের পূর্বক্ষণে বিশেষ পরিস্থিতি বিবেচনা করে তৈরি পোশাক ও অন্য সব ধরনের রপ্তানি পণ্যের ওপর করহার যথাক্রমে রপ্তানি মূল্যের ০.৩০ শতাংশ ও ০.৬০ শতাংশে অবনমিত করা হয়। আমাদের কাপড় এবং পোশাকশিল্প নানা ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করে। এ ছাড়া, আরো রপ্তানি দ্রব্যও এই সুযোগ পায়। এই সুযোগ শুধু এক বছরের জন্য দেওয়া হয়েছিল। তাই এবারে এই সুযোগ প্রত্যাহার করে তৈরি পোশাক, টেরি টাওয়েল, কার্টন ও এক্সেসরিজ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছসহ সব রপ্তানি পণ্যের রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করছি এবং একইসঙ্গে উক্ত কর সব ক্ষেত্রে করদাতার চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার প্রস্তাব করছি।’