কর্মসংস্থান মেলায় সরাসরি শ্রমিক-কর্মকর্তা নিয়োগ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) উদ্যোগে ‘কর্মসংস্থান মেলার’ আয়োজন করা হয়েছে। এ মেলায় তৈরি পোশাক শিল্পের মালিকরা সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁদের চাহিদা অনুযায়ী শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন।
আগামী শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাকশিল্পের ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে কর্মসংস্থান মেলার আয়োজন হচ্ছে। এখানের প্রায় ৪০টি বড় বড় শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। মেলায় শ্রমিক এবং ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী সাক্ষাতের মাধ্যমে শ্রমিক ও কর্মকর্তা সংগ্রহ করতে পারবে।’
মেলায় বিজিএমইএর সহযোগী এসইআইপির বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘বিজিএমইএ ২০১৫ সাল থেকে এসইআইপি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। এখন পর্যন্ত এ প্রকল্পের মাধ্যমে দেশের ৩৫টি জেলায় প্রায় ৫০টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রায় ২০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্য থেকে সাড়ে আট হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে।’
এ সময় বিজিএমইএ সভাপতি আরো দাবি করেন, ‘দেশের কারখানাগুলোর পরিবেশ বিশ্বের কাছে এখন মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে। আমাদের কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হয়েছে। এটা এখন দৃশ্যমান।’
সিদ্দিকুর রহমান বলেন, ২০২১ সালের মধ্যে পোশাকশিল্পে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি এবং এ সময়ের মধ্য বিশ্বে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার জন্য যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, তা অর্জন করার সক্ষমতা দেশের তৈরি পোশাকশিল্পের রয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সহসভাপতি ফারুখ হাসান উপস্থিত ছিলেন।