প্রস্তাবিত বাজেটের টাকা আসবে কোত্থেকে
প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অর্থায়নের অন্যতম উৎস কর। টাকা আসবে বেশিরভাগই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে। প্রস্তাবিত বাজেটের ৬৩ দশমিক ৭ শতাংশ অর্থ আসবে ওই কর থেকে, যা দেশের বিভিন্ন শ্রেণির মানুষ দেবে। এ ছাড়া বৈদেশিক ঋণ থেকে আসবে ১০ দশমিক ৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটের দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। এটা মোট অর্থায়নের ৬৩ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া মূল্য সংযোজন কর থেকে ৩৭ দশমিক ৩ শতাংশ, আমদানি শুল্ক থেকে ১১ শতাংশ, আয়কর থেকে ৩৪ শতাংশ, সম্পূরক শুল্ক থেকে ১৬ দশমিক ৫ শতাংশ আসবে।
জাতীয় রাজস্ব বোর্ডবহির্ভূত কর থেকে আসবে ২ দশমিক ১ শতাংশ।
অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১৫ দশমিক ৩ শতাংশ। বৈদেশিক অনুদান আসবে দশমিক ৯ শতাংশ। কর ব্যতীত পাওয়া যাবে ৭ দশমিক ২ শতাংশ।