‘বাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করা উচিত’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেছেন, ‘বাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করা উচিত এবং বাস্তবায়নের দিকে লক্ষ রাখা উচিত।’
আজ বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আবদুল মজিদ। তিনি মনে করেন, বাজেট আকার কত বড় তার চেয়ে গুরুত্বপূর্ণ বাজেট বাস্তবায়নে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে।
আবদুল মজিদ বলেন, ‘অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এটি একটি বিশেষ ধরনের বাজেট হবে।’ তিনি আরো বলেন, ‘সমালোচনাটা হচ্ছে যেহেতু বাস্তবায়ন করতে পারেন না। লক্ষণীয় হবে বাজেটে যে লক্ষ্যমাত্রা দেওয়া হলো সেটা বাস্তবায়নের জন্য কী কী কথা বলা হলো।’
এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, ‘এই ইন্টারেস্ট রেট, এটা তো শোধ করতে হবে। এটা অর্থনীতির দায়। কোনো সরকার বা একজন, দুজন না সমগ্র অর্থনীতির দায়।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট।
গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা। দুপুর ১২টা ৫৩ মিনিটে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তাঁর বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’।
প্রস্তাবিত বাজেটে ঘাটতি আছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। তিনি জানান, ঘাটতি অর্থায়নে বৈদিশিক সূত্র থেকে ৫৪ হাজার ৬৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ সূত্র থেকে ৭১ হাজার ২২ কোটি টাকা সংগ্রহ করা হবে।