জ্বালানি তেলের দাম কমায় জিডিপিতে আসবে পরিবর্তন : সিপিডি
জ্বালানি তেলের দাম কমার ফলে জিডিপিতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে এবং কমতে পারে দ্রব্যমূল্য। সিপিডি তাদের গবেষণাভিত্তিক তথ্য থেকে এসব অনুমান করছে। পাশাপাশি এটাও বলছে, তেলের দাম কমার সুফল মানুষ কতটা পাবে তা নির্ভর করছে সরকারের তদারকির ওপর।
সিপিডি তাদের গবেষণা থেকে বলছে, প্রায় ১০ শতাংশ জ্বালানি তেলের দাম কমায় জিডিপির ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। নিশ্চিতভাবেই বাড়বে বেসরকারি বিনিয়োগ। মূল্যস্ফীতি প্রায় শূন্য দশমিক ২ পয়েন্ট নেমে গিয়ে দ্রব্যমূল্য কমে আসবে। সর্বোপরি মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার কারণে খানাভিত্তিক মানুষের ভোগ বাড়বে প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ।
সব মিলিয়ে মানুষের এবং দেশের অর্থনীতি ভালো থাকার জন্য জ্বালানি তেলের এই মূল্যহ্রাস এক সুবর্ণ সুযোগ। তবে সেই সুযোগ হাতে কাছে পেয়েও কাজে না আসতে পারে যদি অর্থনীতির অন্যান্য উপকরণগুলো স্বাভাবিক না থাকে এবং সরকারের এ ব্যাপারে তদারকি সঠিক না থাকে।
নতুন দর অনুযায়ী লিটারপ্রতি অকটেন ও পেট্রলের দাম আগের চেয়ে ১০ টাকা কমানো হয়েছে। আর ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে তিন টাকা করে।
বিস্তারিত দেখুন আশিকুর রহমান চৌধুরীর ভিডিও প্রতিবেদনে :