বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের কমিটি গঠন
বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি পদে মির্জা ওয়ালিদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে এসএম মিজান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তর বাড্ডায় সংগঠনের এক বার্ষিক সাধারণ সভা শেষে তাদেরকে নির্বাচিত করা হয়।
২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সহ-সভাপতি হলেন জাকারিয়া হায়দার।
এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন শওকতুল আলম, মো. সাইফুল ইসলাম, আবু আইয়ুব আহমাদুল্লাহ, মো. শাহাদাত হোসেন, এম এ জলিল উজ্জ্বল, আসরার হাবিব নিপু, আরিফুর রহমান তুহিন, শাহিনুর রহমান, মির্জা নাহিদ হোসেন, আবু সাজ্জাদ, আকলিমা পারভীন ও হারুন অর রশিদ।