নতুন অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ।
দেশের সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত ব্যাংকারদের এই সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সিএফও ড. তাপস চন্দ্র পালের নেতৃত্বে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংগঠনের নেতারা মন্ত্রীকে অভিনন্দন জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, সদস্য মাহবুব মোর্শেদ, মো. তোয়াহা, মো. মুকিতুল কবীর, সুমন মালাকার ও মানিকুজ্জামানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সংগঠনের নেতারা ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।