সেবা বাড়ানোসহ খেলাপি আদায়ে কঠোর সোনালী ব্যাংক
সদ্য বিদায়ী ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। যা গত বছরের চেয়ে এক হাজার ৭৮৮ কোটি টাকা বেশি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। তিনি বলেন, এবারে ব্যাংকটির সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করবো। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে কঠোর হবে ব্যাংকটি।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।
সোনালী ব্যাংক প্রতি গ্রাহকদের প্রত্যাশা অনেক জানিয়ে শওকত আলী খান বলেন, এবারে ব্যাংকটির গ্রাহকদের সেবার মান আরও বাড়ানো হবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। যাতে গ্রাহকদের পুরো আস্থা অর্জন করা যায়। সামনে আমাদের টার্গেট খেলাপি ঋণ আদায় করা। এই ঋণ আদায়ে আমরা কঠোর অবস্থানে যাব। একই সঙ্গে গুণগত মান ও যাচাই বাছাই করে সামনে ঋণ দিবে। এসএসই খাতের সম্ভাবনা অনেক। তাই এবারে এসএসই খাত প্রাধান্য পাবে। এই খাতকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে। রপ্তানি বাড়ানোসহ ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বাড়ানো হবে।
এবারে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে জানিয়ে শওকত আলী খান বলেন, ২০২৩ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণ বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে। যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।
গত বছরে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বেড়ে এক হাজার ৪২৫ কোটি টাকা হয়েছে। যা আগের বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সালে নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ বেড়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে এক হাজার ৬২৪ কোটি টাকা।