২৩তম ফেব্রিক শো ১৫ জানুয়ারি
২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো শীতকালীন সংস্করণ শুরু আগামী ১৫ জানুয়ারি। প্রদর্শন শেষ হবে আগামী ১৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এসব কথা জানান।
এসময় সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার ও সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
সিংহভাগ আয় দেশের গার্মেন্টস খাত থেকে আসছে জানিয়ে মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। নানা চ্যালেন্স মোকাবিলা করে এই খাত সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে। বেশকিছু পলিসি ও রাজনৈতিক কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এসব সমাধায় সংশ্লিষ্ট সবার সহায়তা জরুরি। এগুলো সমাধা হলে গার্মেন্টস খাতে আরও অনেক দূর যাবে। সঙ্গে দেশের আয় বাড়বে।
প্রদর্শনটির আয়োজন করেন আইসিসিবিতে সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না। প্রদর্শনী সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন : www.winter.bd.cems-yarnandfabric.com এবং www.cems-denimshow.com ওয়েবসাইটে।
এদিক, বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫–উইনটার এডিশন। একইসঙ্গে বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হবে সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। প্রদর্শনীগুলো সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ। যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত