সবজির বাজার অপরিবর্তিত, কমেছে আলুর দাম
বেশ কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির দাম তুলনামূলক কম। কারণ, এখন শীতকালীন সবজির মৌসুম। দু-একটি সবজি বাদে অধিকাংশ সবজির দাম ৫০ টাকার নিচে। সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দামও। এতে ক্রেতারাও বাজারে গিয়ে স্বস্তিবোধ করছে।
তবে, ৬০ টাকায় করলা ও ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে বরবটি। কারণ, এখন এ সবজির মৌসুম নয়। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
গত সপ্তাহের ৪০ টাকার আলু প্রতি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজারে টমেটো কেজিতে ৪০ থেকে ৫০ টাকা, মুলা কেজি ২০ টাকা, খিরাই ৪০ টাকা এবং শশা ৫০ টাকা, শিম ৩০ থেকে ৫০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা পিস, কাঁচা টমেটো ৪০ টাকা ও পেঁপে ৪০ টাকা। তবে, শিমের বিচি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে দেখা গেছে, গোল বেগুন ৪০টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, কলার হালি ৪০ টাকা, শালগম ৩০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, শিম ৪০ থেকে ৫০, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার বাজারে এসব সবজির মানভেদে দামের পার্থক্য রয়েছে।
বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। এ ছাড়া দেশি রসুন ২৫০ ও ভারতীয় রসুন প্রতি কেজি ২২০ টাকা, আদা ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, খোলা সয়াবিন তেল গত সপ্তাহের মতো প্রতি কেজি ১৮৫, খোলা পাম তেল ও সুপার প্রতি কেজি ১৭৫ টাকা, বোতলজাত ৫ লিটার সয়াবিন ৮৪০ থেকে ৮৫০, ১ লিটার সয়াবিন ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৪০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজি, দেশি মুরগি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা।
সবুজ নামের এক ক্রেতা বলেন, বর্তমানে বাজারে সবজির দাম অনেক কম। শীতকালীন সবজি খেয়ে মজা পাচ্ছি। কম কম করে প্রায় সব ধরনের সবজি কিনেছি আজ। এমনটা সব সময় থাকলে খুবই ভালো হতো।
সবজি বিক্রেতা শাহীন হোসেন জানান, গত তিন সপ্তাহ অধিকাংশ সবজির দাম প্রায় একইরকম। কেবল দু-পাঁচ টাকা কমে-বাড়ে।