আবরারের স্মরণসভায় ছাত্রলীগের হামলা, ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ
বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শুক্রবার রাতে পৃথকভাবে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্রদল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রাত ৮টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত একটি বিবৃতিতে প্রতিবাদ জানায় দলটি।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরারের হত্যাকারীদের উত্তরসূরী আধিপত্যবাদের দোসররা বিনা উষ্কানিতে হামলা চালিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, জাহিদ আহসান, সানাউল্লাহ, পারভেজ মাহমুদসহ অনেক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘গুরুতর বিষয় হচ্ছে, আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানেও ছাত্রলীগ হামলা করে। মারধরের পর পুলিশ সদস্যরা হামলাকারীদের বদলে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ আক্রান্ত নেতাকর্মীদেরই আটক করে নিয়ে যায়।’
এ দিকে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি গণতান্ত্রিক কর্মসুচিতে এই ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই হামলায় এখন পর্যন্ত অনেক আহত হওয়ার কথা সংবাদ মাধ্যমে এসেছে। এমনকি, আহতদের মেডিকেলে নিয়ে যাওয়ার পরও আরেক দফা হামলা চালানো হয় এবং সেখান থেকে আহতদেরই পুলিশ আটক করে নিয়ে যায়।’
নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রলীগ এই হামলার ভেতর দিয়ে আবার প্রমাণ করল তাঁরা সন্ত্রাসী সংগঠন। বিভিন্ন অজুহাতে তাঁরা ভিন্ন মত ও সংগঠনের কর্মসুচিতে হামলা করে গায়ের জোরে দমন করার জন্য।’