ঈদে ঢাকা ত্যাগে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে জবি
করোনাভাইরাস মহামারির কারণে দেওয়া কঠোর বিধিনিষেধে আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যেসব শিক্ষার্থী ঢাকা ত্যাগে ইচ্ছুক তাদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ), জবি বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদের চেয়ারম্যান বা বিভাগীয় প্রধানের ই-মেইলে সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা পরিচালক (ছাত্র-কল্যাণ) অফিসে আবেদনপত্র জমাদানের জন্য বিশেষভাবে বলা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকা ত্যাগে ইচ্ছুক ছাত্র-ছাত্রীর নাম, আইডি বা রোল নম্বর, অধ্যয়নরত বিভাগের নাম, ব্যাচ বা সেশন, বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার ও গন্তব্য জেলার নাম জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আজ আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলেছি। এ ছাড়াও বিভিন্ন এলাকার অবস্থা ভালো নয়। এসব কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, লকডাউনে বাড়ি ফিরতে নিজস্ব পরিবহণ দাবি করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন।