গবেষণা জালিয়াতির দায়ে ঢাবির তিন শিক্ষকের শাস্তি
গবেষণা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্যটি নিশ্চিত করেছেন।
শাস্তি পাওয়া তিন শিক্ষক হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, গত সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেখানে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতির শাস্তি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, সৈয়দ মাহফুজুল হক মারজান শিক্ষা ছুটি শেষে চাকরিতে যোগদান করার পর দুই বছর কোনো পদোন্নতি পাবেন না অর্থাৎ আরো দুই বছর তাঁকে প্রভাষক পদে থাকতে হবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের পিএইচডি ডিগ্রি বাতিল করে তাঁকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে।