গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত জবি, কেন্দ্র ৯টি
আগামী ৩০ জুলাই ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এদিন দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী চাইলে আগেও কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে, রুম খোলা হবে পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে।
এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পছন্দের তালিকায় রেখেছিলেন, তাঁদের এ বিশ্ববিদ্যালয়ের অধীনে নয় কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্রগুলো হলো : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১২০২৫), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (৭০০০), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (৩০০০), গভর্নমেন্ট কলেজ অব এপ্লাইড হিউম্যান সায়েন্স (২০০০), ইডেন মহিলা কলেজ (৬০০০), নটরডেম কলেজ (৩২০০), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-ভবন ১ (২৭০০), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-ভবন ২ (২২২০) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (২৬৩১৩)। এ নয় কেন্দ্রে মোট ৬৪ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনু্ষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই মেডিকেল টিম থাকবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যানজট নিরসনে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।