জবির ছাত্রী হলে গণরুম থাকবে না : প্রাধ্যক্ষ
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেমন গণরুমের চর্চা রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে কোনো গণরুম থাকবে না বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম।
জবি প্রেসক্লাব আয়োজিত ‘জবির নতুন দিনের স্বপ্ন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে শনিবার এ কথা জানান তিনি।
অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘চেষ্টা করব অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের ছাত্রী হলে কোনো গণরুম না রাখার। হলে যত আসন রয়েছে ঠিক ওই পরিমাণ শিক্ষার্থী হলে উঠবে। কোনো গণরুম থাকবে না। কারণ, গণরুম থাকলে পড়ালেখার পরিবেশটা থাকে না।’
অধ্যাপক ড. শামীমা বলেন, ‘হলে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে। এরপর কিছুসংখ্যক আসন চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থীর জন্য থাকবে, যাতে করে তারা শুরুতেই হলের আবহাওয়াটা পায়। এ ছাড়া হলে ওঠার জন্য কয়েকটি কোটারও ব্যবস্থা রাখা হবে। যেমন—প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা ও উপজাতি কোটা। আমাদের নিয়মনীতি করা হচ্ছে, আরও এক-দুটি সভার পর তা উপাচার্যের কাছে জমা দেব। হলের যে আবেদন ফরম, সেটিও তৈরি করা শেষ। হলের সিটের জন্য আবেদন অনলাইনে নেওয়া হবে।’