জবির নতুন উপাচার্য হলেন ড. ইমদাদুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন ইমদাদুল।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাকে আরও উন্নত করা আমার প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে লেখাপড়ার পাশাপাশি গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
গত ১৭ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহম্মেদ।