জবির বাস চলবে সপ্তাহে তিনদিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের যাতায়াতকৃত যানবাহনগুলো পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সপ্তাহে তিন দিন চলবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক জরুরি কার্যক্রম চালু রাখার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত করা যানবাহনগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে তিন দিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) স্ব স্ব রুটে চলাচল করবে।