জবির বাস শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পরিবহণে করে আগামীকাল শনিবার থেকে সর্বাত্মক লকডাউনে ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীদের বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়া হবে। আগামীকাল প্রথম দিনে রংপুর, সিলেট, রাজশাহী এই তিন বিভাগের শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। আগামী রোববার ও সোমবারও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাসে গমনেচ্ছু শিক্ষার্থীদের এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সবার স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আইডি কার্ড না থাকলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি রশিদের কপি অথবা ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। এসব ছাড়া যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। বাসে যাতায়াতের সময় কোনো শিক্ষার্থী শৃঙ্খলা পরিপন্থি আচরণ করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। গাড়িচালকের সঙ্গে কথাবার্তা ও কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। নির্ধারিত গাড়ির রুট পরিবর্তন করা যাবে না। শিক্ষার্থীদের ভারী ব্যাগ না নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গন্তব্যস্থলে নামার পাঁচ মিনিট আগে হেলপারকে অবহিত করতে হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকেই বাসে উঠতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সব শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরতে হবে।
বাস শিডিউলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদ এনটিভি অনলাইনকে বলেন, রংপুর যাচ্ছে বিআরটিসির দোতলা নয়টি বাস। একটি অতিরিক্ত একতলা বাস প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করা হতে পারে। একতলা সব বাসই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণ। সিলেট যাচ্ছে ছয়টি একতলা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। রাজশাহী যাচ্ছে ১২টি একতলা নিজস্ব বাস। মোট ২৮টি বাস যাচ্ছে শনিবার। আগামীকাল মোট ছাত্রছাত্রী যাচ্ছে এক হাজার ৫০৭ জন। এর মধ্যে রংপুর যাবে ৭১২ জন, সিলেট ২৯৩ এবং রাজশাহী ৫০২ জন। সচরাচর বাস যেসব রাস্তা দিয়ে যায়, সেদিক দিয়েই যাওয়া হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো জায়গায় নেমে যাবে।
সব বাস জবি ক্যাম্পাস থেকে সকাল ৮টায় ছেড়ে যাবে।
শনিবার যে জেলার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে
রাজশাহী বিভাগ : টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, চাপাইনবয়াবগঞ্জ, রাজশাহী
সিলেট বিভাগ : নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ (ভৈরব), ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।
রংপুর বিভাগ : বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, সৈয়দপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম।
রোববার যে জেলার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য-
বরিশাল বিভাগ : বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, শরীয়তপুর, মাদারীপুর।
খুলনা বিভাগ : মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা।
খুলনা : ফরিদপুর (ভাঙ্গা), নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
সোমবার যেসব জেলার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য-
ময়মনসিংহ বিভাগ : গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম (রাজিবপুর+রৌমারি)।
চট্রগ্রাম বিভাগ : মুন্সীগঞ্জ (গজারিয়া), চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার।