জবির শিক্ষকদের বাসভবনে আগুন, পরে নিয়ন্ত্রণে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বাসভবনের (ডরমেটরি) একটি কক্ষের রান্নাঘরে আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাত পৌনে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডরমেটরির দ্বিতীয় তলার ২০২ নম্বর কক্ষের রান্নাঘরে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান থেকে আগুন লাগতে পারে। ওই কক্ষটি নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলামের। পাশের ২০১ নম্বর কক্ষের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর প্রথম আগুন দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থানায় ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান চালু অবস্থায় ছিল। ওই ফ্যান থেকে আগুনের সূত্রপাত।