জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ও সম্পাদক আক্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ইব্রাহীম ফরাজীকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনের দীর্ঘ আড়াই বছর পর কমিটি পেল জবি ছাত্রলীগ।
আজ শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইব্রাহীম ফরাজীকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ১০ নেতাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে।