জাবির উপাচার্য বাসভবনে অবরুদ্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তাঁর বাসভবন অবরুদ্ধ করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অপসারণ মঞ্চ থেকে আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে আসার পর অবস্থান নেয়।
এদিকে উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করার খবর পেয়ে বাসার সামনে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্য ও উপাচার্যপন্থী শিক্ষকরা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মাক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ অবস্থান কর্মসূচিতে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছি। এই প্রশাসন আমাদের ওপর হামলা করেছে, তারপর অজ্ঞাতনামা মামলা দিয়েছে। আমরা উপাচার্যকে পদত্যাগ করার সুযোগ দিয়েছি। কিন্তু তিনি স্বৈরাচারী কায়দায় সব অভিযোগকে নিজের দালালবাহিনী দ্বারা মোকাবিলা করতে চেয়েছেন। আমরা এই উপাচার্যর অপসারণ ছাড়া এই স্থান ত্যাগ করব না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ উল হাসানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে কোনো বক্তব্য দেবেন না বলে জানান।
আড়াই মাস ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। টানা ১০ দিন অবরোধ পালন করে আসছিল আন্দোলনকারীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।