জাবির দোকানিদের পাশে মুশফিক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্ষুদ্র দোকানিদের ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি জাবির ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ১৬০ জনকে প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ সহায়তা কার্যক্রমের সমন্বয়ক নিজ বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘মুশফিক মানুষ হিসেবে নিরহংকার ও অসাধারণ। সব সময় অপরের সহযোগিতা করে থাকেন। করোনার এই দুর্যোগেও নিজ বিশ্ববিদ্যালয়ের অসহায় দোকানিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। ক্যাম্পাস যেহেতু বন্ধ, তাই অন্তত এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বেড়ে ওঠা, বটতলা, টারজান পয়েন্ট, মুরাদ চত্বরের দোকানগুলোতে খাওয়া-দাওয়া করেছেন তিনি। তাঁদের এই বিপদের দিনেও তিনি ভোলেননি, পাশে দাঁড়িয়েছেন।’
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক দেবব্রত পাল বলেন, ‘মুশফিকের বিশ্ববিদ্যালয় ও জাতীয় ক্রিকেট দলে অনেক অবদান রয়েছে। খেলোয়াড়ের বাইরে তাঁর পরিচয় হলো খুবই মানবিক মানুষ। যখনই দোকানিদের অসহায় অবস্থা জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক দেবব্রত পাল ও জাবি স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। নিরাপদ শারীরিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এর আগে দেশসেরা এই ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক দেশের পক্ষে নেওয়া টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটও নিলামে তোলেন করোনা আক্রান্তদের সহায়তার জন্য। সেই ব্যাট ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি ফাউন্ডেশন।