জেলায় জেলায় এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত প্যানেল নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা ‘সনদ যার, চাকরি তার’, ‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না’ সহ নানা স্লোগান দেন। একই সঙ্গে তিন দফা দাবি জানান।
এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-এক আবেদনে সব নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীদের কোটাবিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ, নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা, ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে থাকছে এবারের প্রতিবেদন।
মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এনটিআরসিএর শতাধিক নিবন্ধিত শিক্ষক। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে আহ্বায়ক মাহফুজুর রহমানসহ বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আরজু শরীফ, মোস্তাক আহমেদ, পাপিয়া শারমিন, স্মৃতি বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকের কৃত্রিম সংকট কাটিয়ে উঠতে প্যানেল ভিত্তিক নিয়োগের বিকল্প নেই।’
পটুয়াখালী থেকে এনটিভির প্রতিনিধি কাজল বরণ দাস জানান, ‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না’ স্লোগানকে সামনে রেখে তিন দফা দাবিতে সেখানে মানববন্ধন করেছেন এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকরা। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক নাদিয়া তামান্না, সদস্য সচিব বশির আহমেদ, সদস্য রাহিমা আক্তার, জিয়াউল ইসলাম সুমন, মো. রেজাউল করিম, রেফাউল ইসলাম প্রমুখ।
নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী জানান, নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে তাকিয়ে এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দেবেন বলে আমরা বিশ্বাস রাখি।’ এ সময় তাঁরা সব নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখার দাবি জানান।
বক্তব্য রাখেন প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের জেলা শাখার আহ্বায়ক এসএম মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাত সরকার, সদস্য সাইফুর রহমান, দিপ্তী সিংহ, মৃদুল বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, নীলিমা বিশ্বাস প্রমুখ।
এনটিভির কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব জানান, জেলার এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকরা প্যানেল ভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য জান্নাতুল নাহার, হাবিবুর রহমান, মাহফুজার রহমান প্রমুখ।