ঢাবিতে আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্রলীগের হামলার অভিযোগ
বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হামলার অভিযোগ উঠেছে। অভিযোগসূত্র বলছে, এই হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তাঁদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদ এই স্মরণসভায় আয়োজন করে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেখানে থাকা চেয়ার ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণসভা শুরু করার পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ছাড়া একজন রিকশা চালকেরও মাথা ফেটে গেছে। আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।’
আখতার আরও বলেন, ‘আমরা কোনো দলীয় ব্যানারে এই স্মরণসভার আয়োজন করিনি। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে এই স্মরণসভা করা হয়। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।’
আবরার ফাহাদ স্মৃতি সংসদের অন্যতম সংগঠক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘ছাত্রলীগের হামলায় অনেকে আহত হয়েছেন। ছাত্রলীগ নেতারা হামলা পরবর্তীতে আবরারের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন জ্বালিয়ে দেন এবং মাইকবহনকারী রিকশাওয়ালার মাথা ফাটিয়ে দেন। হামলার সময় প্রক্টরিয়াল টিম নিরব দর্শকের ভূমিকায় ছিল।’
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞেস করতে আসি, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না। এ সময় তাঁরা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’
হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনার কথা শুনে আমরা সব জায়গায় টিম পাঠিয়েছি। মেডিকেলেও অলরেডি প্রক্টরিয়াল টিমের সদস্যরা আছেন। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা দুঃখজনক।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক রেখে অন্যান্য কার্যক্রম করার অনুরোধ করেন।