ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনলাইনে শিক্ষা কার্যক্রম
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে বিধিনিষেধ জারি করার পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে, অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা কার্যক্রম বন্ধের সময়ে অফিস সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা থাকবে। জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করতেও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।