ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলের আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, হলের পেছনের ভবনের সিঁড়ির পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় শিক্ষার্থীরা এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। পরে বাইরে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার এনটিভি অনলাইনকে বলেন, ‘হলের পেছনের বিল্ডিংয়ের নিচতলার সিঁড়ির গোড়ায় সুইচ-সার্কিট থেকে আগুন লেগেছিল। ওখানে কিছু পুরানো কাপড়-চোপড় ছিল, এগুলোর জন্যই মূলত আগুনটা লেগে যায়। যখন আগুন লেগেছে তখনই প্রক্টরকে জানানো হয়েছে এবং দমকল বাহিনী এসেছে। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, সবকিছু ঠিকঠাকই আছে।’