ঢাবির বাজেট বাড়ল ৯০ কোটির বেশি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। এবারের বাজেটে গবেষণা খাতে বেড়েছে চার কোটি টাকা। আর মোট বাজেট গত অর্থবছরের তুলনায় ৯০ কোটি ৬৯ লাখ টাকা বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩-এর ২১ ধারার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বার্ষিক অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘২০২২-২৩ অর্থবছরের জন্য সিন্ডিকেট ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত উন্নয়ন ব্যয় অনুমোদন করেছে। এর মধ্যে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৬৭১ কোটি ৯৪ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৭২.৮৫ শতাংশ; গবেষণা মঞ্জুরি বাবদ ১৫ কোটি ৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের এক দশমিক ৬৪ শতাংশ; অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৫৪ লাখ টাকা, যা প্রস্তাবিত ব্যয়ের তিন দশমিক ৬৪ শতাংশ; পণ্য ও সেবা বাবদ ১৭৯ কোটি ৯৯ লাখ ৮ হাজার টাকা, যা মোট ব্যয়ের ১৯ দশমিক ৫২ শতাংশ এবং মূলধন খাতে ২১ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকা, যা মোট ব্যয়ের দুই দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাওয়া বরাদ্দ ও আয়-ব্যয়ের বিষয়ে অধ্যাপক মমতাজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) থেকে মোট পাওয়া যাবে ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা, নিজস্ব আয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা এবং ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ছয় দশমিক ২৪ শতাংশ।
২০২১-২২ অর্থবছরের মূল বাজেটে বিমকের অনুদানের তুলনায় এই অর্থবছরে বরাদ্দ ৫০ কোটি ৬৬ লাখ টাকা বাড়বে।
কোষাধ্যক্ষ সংশোধিত বাজেটের ব্যাপারে বলেন, ‘২০২১-২২ অর্থবছরের মূল বাজেট ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সংশোধিত বাজেটে ২৮ কোটি ৮৯ লাখ বৃদ্ধি করে সংশোধিত বাজেট দাঁড়ায় ৮৬০ কোটি ৬৮ লাখ টাকা। ওই সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান ৭৩১ কোটি ২৮ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে ৬৫ কোটি টাকাসহ আয় ধরা হয়েছে ৭৬১ কোটি ৫৪ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৭ লাখ টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের চার দশমিক ৪৫ শতাংশ।’
বিশ্ববিদ্যালয়কে সরকারের দেওয়া বিশেষ তহবিলের বিষয়ে ঢাবির কোষাধাক্ষ বলেন, ‘২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক ভবন মেরামত ও সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একটি বিশেষ তহবিল দিয়েছেন। এই তহবিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছয় কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।’
ঢাবির বাজেট অধিবেশনের শুরুতে করোনাতে মারা যাওয়া স্বনামধন্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ ও নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উপাচার্যের অভিভাষণের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক অধিবেশন কার্যক্রম।
এর আগে গত রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাবির ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।