ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজনেস প্ল্যান প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের গৌরবময় ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট অ্যালায়েন্স একের পর এক বর্ণিল আয়োজন উপহার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির এডুকেশন উইং ম্যানেজমেন্টের অ্যালায়েন্স প্রফেশনাল এডুকেশনের (এমএপিই) উদ্যোগে সম্পন্ন হলো ২০২০-২১ এর বিজনেস প্ল্যান প্রতিযোগিতা।
বিশ্বজুড়ে ভয়াল রূপ ধারণ করা নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আয়োজনের পরিসর ছিল সীমিত। কিন্তু এতে ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণের কমতি ছিল না। বিজনেস প্ল্যান কমপিটিশন আয়োজনের শুরুতেই শিক্ষার্থীদের জন্য ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে প্রথম সেশনে বিজনেস প্ল্যানের এক্সিকিউটিভ সামারি লেখার নিয়ম ও পরবর্তী সেশনে এলিভেটর পিচ ও ব্যবসায়ের অডিও ভিজুয়াল বানানোর নিয়ম শেখানো হয়।
২০২০ সালের জুলাইয়ে ১৬টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতার তিন রাউন্ড শেষে ছয়টি দল ফাইনাল রাউন্ডে বিজনেস প্ল্যান উপস্থাপন করে। দেশি ও বহুজাতিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকতা, সফল উদ্যোক্তা, ঢাবির শিক্ষক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকতাদের সমন্বয়ে ছয় সদস্যের বিচারক প্যানেলের সামনে নিজেদের বিজনেস প্ল্যান অনলাইন প্ল্যাটফর্মে উপস্থাপন করে প্রতিযোগী দলগুলো।
এই বিজনেস প্ল্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘টিম সর্বেসর্বা’, প্রথম রানারআপ হয় ‘টিম রুফটপ এগ্রো’ ও দ্বিতীয় রানারআপ হয় ‘টিম বায়াস’। ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন।
ম্যানেজমেন্ট অ্যালায়েন্স আয়োজিত এই বিজনেস প্ল্যান প্রতিযোগিতায় স্পন্সর করে কনভয় গ্রুপ ও এসকেআরপি গ্রুপ। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নিত্য নতুন দক্ষতার বিকাশে ও উদ্যোক্তাসুলভ মানসিকতা তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগে যাঁরা প্রতিনিয়ত পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানায় ম্যানেজমেন্ট অ্যালায়েন্স।