ঢাবির শিক্ষকদের কর্মঘণ্টা বাড়ানোর সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মঘণ্টা বাড়ানোর সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিল। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সুপারিশ করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
সভার একাধিক সদস্য এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এদিন মোট চারটি বিষয়ে সুপারিশ করা হয়।
এগুলো হলো- শিক্ষকদের কর্মঘণ্টা বাড়ানো, অনার্স-মাস্টার্স পর্যায়ে মনোগ্রাফ-থিসিস বাধ্যতামূলক, ফ্যাকাল্টি বিশেষজ্ঞদের বিভাগের কাজে সংযুক্তিকরণ, গবেষণার জন্য তহবিল গঠন। এসব সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. আখতারুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, শিক্ষকদের কর্মঘণ্টা বৃদ্ধি করা, গবেষণার জন্য তহবিল গঠন করাসহ একাডেমিক কাউন্সিলের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় বাস্তবায়ন হলে শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে।
একাডেমিক কাউন্সিলের সদস্যরা জানান, সপ্তাহে একজন প্রভাষক ১৬ ঘণ্টা, সহকারী অধ্যাপক ১৪ ঘণ্টা, সহযোগী অধ্যাপক ১২ ঘণ্টা ও একজন অধ্যাপক ১০ ঘণ্টা ক্লাস নেবেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির সময় অতিরিক্ত বলে গণ্য হবে।
দ্বিতীয়ত. বিষয় অনুযায়ী বিশেষজ্ঞ যারা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত তাদের তালিকা তৈরি করা। পরবর্তীতে বিভাগের কাজ যেমন পরীক্ষা পদ্ধতি, এম.ফিল ও পিএইচডি গবেষণায় পর্যবেক্ষক হিসেবে তাদের সংযুক্ত করা হবে।
তৃতীয়ত. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও বাড়ানো হবে। এ ক্ষেত্রে (সব বিভাগের শিক্ষকদের জন্য প্রযোজ্য) প্রশিক্ষণমূলক কর্মশালা সেন্টারের উদ্যোগে আয়োজন করা হবে। বিভাগের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করবে, যা পরবর্তীতে গবেষণায় ফান্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চতুর্থত. মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেসব বিভাগে থিসিস কিংবা মনোগ্রাফ নেই সেগুলো বাধ্যতামূলক করা হবে।