ঢাবির হল কমিটির জন্য জীবনবৃত্তান্ত চেয়েছে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখা ছাত্রলীগের কমিটি করার লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামীকাল রোববার থেকে ২ ডিসেম্বরের মধ্যে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে প্রতিদিন দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
আজ শনিবার দুপুরে ঢাবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ও ৪ ডিসেম্বর জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।
এতে আরও বলা হয়, আসন্ন হল সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আনন্দমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত জমাদানের মাধ্যমে আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত, সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হচ্ছে।
জীবনবৃত্তান্তের সঙ্গে দিতে হবে-
১. পাসপোর্ট সাইজ ছবি চারটি
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র/ছাত্রত্বের প্রমাণপত্রের কপি
৩. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের কপি
৪. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি
৫. স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি
৬. ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি।
পাঁচ বছর পর গত ৩০ অক্টোবর হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ২৮ ডিসেম্বর হল সম্মেলনের ঘোষণা দিলেও নতুন তারিখ ঘোষণা না করেই তা পেছানো হয়েছে।
সর্বশেষ ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।