ঢাবির ১০০ শিক্ষার্থী পেলেন সাইকেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রলীগ প্যানেলের নেতাদের ১০০ জন অস্বচ্ছল নবীন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই সাইকেল দেওয়া হয়।
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করেন সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে নির্বাচিত নেতারা। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এতে অর্থায়ন করে নাভানা গ্রুপ।
ডাকসুর সাবেক নেতা সাদ বিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াহেদ আজিজুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘মুজিববর্ষে ১০০ বাইসাইকেল দেওয়া একটা মাইলফলক। ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী দিনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে (অন্তর্বর্তীকালীন) সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন এবং তাঁর অধীনেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে। সে নির্বাচনে আপনাদেরও (বিএনপি) আসতে হবে। আর যদি না আসেন, তাহলে জনবিচ্ছিন্ন হয়ে ওই বঙ্গোপসাগরে উত্তাল তরঙ্গে বিএনপি নামক সংগঠন ভেসে যাবে খড়কুটোর মতো। বাংলার মানুষের কাছে কখনও কোনো দিন তারা আর আস্থা অর্জন করতে পারবে না।’
ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের বহু অঙ্গ-সহযোগী সংগঠন আছে। বাংলাদেশ ছাত্রলীগ সর্বপ্রথম যা ভাবে, বাকি সংগঠনগুলো তা পরে ভাবে। এটাই হলো ছাত্রলীগের ইতিহাস। সুতরাং এই ছাত্রলীগকে সেভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রিয় নেত্রীর স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে সাহসী ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগ যখন দুস্থদের মধ্যে বাইসাইকেল বিতরণ করে, বাংলাদেশ ছাত্রলীগকে যখন দেখি অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে অসুস্থদের মাঝে পৌঁছে দেয়, যখন দেখি তারা ধানখেতে গিয়ে ধান কেটে মানুষের বাড়িতে পৌঁছে দেয়, যখন দেখি করোনাকালীন অসুস্থদের মাঝে তারা খাবার বিতরণ করে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধির পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলি- যেই স্বপ্ন নিয়ে তুমি ছাত্রলীগকে গঠন করেছিলে, সেই ছাত্রলীগ আজ মানুষের জন্য কাজ করে।’
বাইসাইকেল কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘এক হাজার ২০০ শিক্ষার্থী বাইসাইকেলের জন্য আবেদন করেছিলেন। এর মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে প্রায় ২২০ জন শিক্ষার্থীকে বিচারক প্যানেল প্রাথমিকভাবে নির্বাচিত করে। এই ২২০ জন শিক্ষার্থী থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে নির্বাচিত করা হয়।’