দরজার তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি
দরজার তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সঞ্জয় বিক্রমের বাসা থেকে নগদ ১৫ হাজার টাকা, ল্যাপটপ কম্পিউটার ও গুরুত্বপূর্ণ জিনিস চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউপল্টন লেনের একটি বাসায় এ চুরির ঘটনা ঘটে বলে লালবাগ থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি।
সঞ্জয় বিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের প্রভাষক।
সঞ্জয় বিক্রম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকায় বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় দরজায় তালা লাগিয়ে বের হয়ে যাই। সন্ধ্যা ছয়টায় বাসায় ফেরার পর দেখি রুমের তালা ভাঙা এবং ঘরের সব জিনিস এলোমেলো।’
চুরি হওয়া জিনিসপত্রের ব্যাপারে তিনি বলেন, ‘আমার ল্যাপটপ কম্পিউটার, চার্জার, নগদ ১৫ হাজার টাকাসহ আরও গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে।’
চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি।’