নারী হেনস্তায় ঢাবি শিক্ষার্থী নাজমুল সাময়িক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক নারীকে হেনস্তা ও মারধরের ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বহিষ্কৃত নাজমুল আলম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, হেনস্তার শিকার ওই নারী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩১ অক্টোবর তারিখ মধ্যরাতের পর রাজু ভাস্কর্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলাপরিপন্থী অশোভন আচরণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া নাজমুলের অপরাধের জন্য কেন তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।