পদ্মা সেতু নিয়ে ঢাবি শিক্ষার্থীদের গীতিনাট্য
গ্রিক বিদ্রুপাত্মক নাটকের আদলে পদ্মা সেতু নিয়ে গীতিনাট্য পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সদস্য এবং ছাত্রলীগের উপ-সমাজ সেবা সম্পাদক তানভীর হাসান সৈকতের সার্বিক পরিচালনায় এ গীতিনাট্য পরিবেশন করা হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় কারওয়ান বাজারে (সিএ ভবনের পাশের রাস্তা) প্রথম শো প্রদর্শন করা হয়। এ ছাড়া ১১টায় যাত্রাবাড়ী (জনপথ মোড়), দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এবং সন্ধ্যা ৬টায় টিএসসিতে (রাজু ভাস্কর্য) এ গীতিনাট্য পরিবেশন করা হবে বলে জানান আয়েজকেরা।
ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘সব ষড়যন্ত্র, গুজব রুখে দিয়ে স্বপ্ন, সাহস, অহমিকার পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আগামীকাল। দেশের এ উৎসবমুখর অর্জনে একটি দেশীয় সাংস্কৃতিক আয়োজন করতে চাচ্ছি, যার মাধ্যমে বাংলার খেটে খাওয়া মানুষের কাছে এ উৎসবের বার্তা নিয়ে যেতে চাই। গ্রিক বিদ্রুপাত্মক নাটকের আদলে আমাদের দেশীয় লোকজ ধারায় তুলে ধরব পদ্মা সেতুকেন্দ্রিক তথ্যভিত্তিক গীতিনাট্য। পুরো পরিবেশনায় থাকছে পদ্মা সেতু নিয়ে সব স্বচ্ছ তথ্য, এর পেছনের ষড়যন্ত্রের কথা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী পদক্ষেপসমূহ এবং সর্বশেষ ২৫ জুনের উদ্বোধন সংক্রান্ত বার্তাও থাকবে এ গীতিনাট্যে।’
করোনাভাইরাসের মহামারিতে লকডাউনের সময় টানা ১২১ দিন টিএসসি এলাকায় মানুষের মাঝে দুবেলা খাবার কার্যক্রম পরিচালনা করে জাতিসংঘ থেকে ‘রিয়েল লাইফ হিরো’ স্বীকৃতি পান তানভীর হাসান সৈকত।
এ ছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অতিমাত্রায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে অসংখ্য পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঢালচরে ছয় পরিবারের ভিটায় নিজেরা মাটি কেটে ঘর তুলে দেন। ১০০ পরিবারের কাছে চাল, ডাল, তেল, শুকনা খাবার, সেলাইন ও খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ উপহার পৌঁছে দেন সৈকতের নেতৃত্বে।
এ ছাড়া রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর পাশে থেকে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেন এ ছাত্রলীগ নেতা।
এ ছাড়া সৈকতের নিজস্ব উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান গেটে ময়লার ভাগাড় সরিয়ে স্থাপন করেন উন্মুক্ত পাঠাগার, যেখানে এখন প্রতিদিন শতমানুষ বই পড়ে।
লক্ষ্মীপুরের ছেলে সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সদস্য নির্বাচিত হন।