পুলিশের বাধায় সাত কলেজের কর্মসূচি পণ্ড
বিশেষ পরীক্ষার মাধ্যমে অকৃতকার্য শিক্ষার্থীদের পরের বর্ষে প্রমোশনসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে রাজধানীর নীলক্ষেত মোড়ে পুলিশের বাধা পেলে, সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানেও পুলিশ তাদের বাধা দিলে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী শিমুল মাহমুদ বলেন, ‘আমরা এই দাবিগুলো নিয়ে অনেকদিন পর্যন্ত আন্দোলন করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। আজ আমরা যৌক্তিক দাবি নিয়ে এলেও আমাদের কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। প্রথমে নীলক্ষেত এবং পরে রাজু ভাস্কর্যেও আমাদের পুলিশ বাধা দেয়। আমাদের সঙ্গে এই অন্যায় আমরা মেনে নেব না। পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঢাকা কলেজের শিক্ষার্থী পল্লব রায় বলেন, ‘আমাদের ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা পরীক্ষার খাতা দেখতে চাইলে আমাদের খাতাও দেখানো হচ্ছে না। আমাদের আগের সেশন (২০১৭-১৮) সেশনকে প্রমোশন দিলেও আমাদের দেওয়া হচ্ছে না কেন? দাবি মেনে না নেওয়া হলে ঢাকাকে আমরা অচল করে দেব।’
মিরপুরের সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, ‘এর আগেও আমরা কবি নজরুল সরকারি কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। সাত কলেজের সমন্বয়ক মাকসুদ কামাল স্যারকে আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না।’
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো, স্নাতক (সম্মান) ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের করোনাকালীন দিক বিবেচনা করে এবং দীর্ঘ ১১ মাস পর ফলাফল প্রকাশে বিলম্বিত হওয়ায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে সুযোগ দেওয়া, করোনার সময় বিবেচনা করে সিলেবাস সংক্ষিপ্তকরণ এবং পরীক্ষার প্রশ্ন নম্বর পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, তা না হলে সময় দুই ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টা করতে হবে, সেমিস্টার পদ্ধতি চালু করতে হবে।