পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা, শুরু ১ অক্টোবর
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ৩১ জুলাইয়ের পরিবর্তে ১ অক্টোবর পরীক্ষা শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ডিনদের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সভা সূত্র জানায়, বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১ অক্টোবর ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।