প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঢাবিতে ছাত্রলীগের সংঘর্ষ, সম্পাদক লেখক আহত
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে দাঁড়ানোর জায়গা নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের একটি অংশ ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে এ মারামারি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, কবি জসীমউদ্দিন হলের নেতাকর্মীদের দাঁড়ানোর জায়গায় জোর করে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা ঢুকে পড়ে। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঢাকা কলেজের এক কর্মীকে মারধর করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। অনুষ্ঠান শুরুর ঠিক আগে মঞ্চের পাশে সংগঠনটির নেতা-কর্মীরা হাতাহাতি, চেয়ার ও ইট ছোঁড়াছুড়িতে জড়ায়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আঘাত পেয়েছেন। এই ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। অপরাধীদের বিরুদ্ধে খুব দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাবির আহতরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। অন্যদিকে, ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান-১ (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান(২৭)।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম এনটিভি অনলাইনকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্ররা ঢাকা মেডিকেলে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।