মোটরসাইকেল থেকে পড়ে আহত জাবি শিক্ষার্থীর মৃত্যু
মোটরসাইকেল থেকে পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জান্নাতুল তৃষ্ণা মারা গেছেন। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শমরিতা হাসাপাতালে তিনি মারা যান।
নিহত জান্নাতুল তৃষ্ণা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (৪৬ ব্যাচ) ছাত্রী। তিনি বগুড়া শুখানপুকুর গ্রামের মো. ফজলুল হকের মেয়ে।
আজ সন্ধ্যার দিকে তৃষ্ণার লাশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসে তাঁর পরিবার। এ সময় ক্যাম্পাসে জুড়ে নেমে আসে শোকের ছায়া। জানাজায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তৃষ্ণার খালাতো ভাই রাতিন এনটিভি অনলাইনকে জানান, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এক বন্ধুর বাইকের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন তৃষ্ণা। ঘটনাস্থল থেকে তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা কোনো ভরসা না দিলে গতকাল হেলিকপ্টারে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পর থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।
তৃষ্ণার বাবা মো. ফজলুল হক বলেন, ‘তৃষ্ণা আমার খুব ভালো মেয়ে। অনেক আশা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। আজ তাঁর লাশ নিয়ে ক্যাম্পাসে এসেছি। দুর্ঘটনায় ভালো মেয়েটাকে হারালাম।’
জানাজার বিষয়ে ফজলুল হক বলেন, ‘আগামীকাল বাদ জুমা বগুড়া সৈয়দ আহম্মদ কলেজ মাঠে জানাজা শেষে শুখানপুকুর গ্রামের বাড়িতে দাফন করা হবে।’
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ জানান, ‘আমরা মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পড়েছি। ক্যাম্পাসে লাশ নিয়ে আসা হয়েছে শুনে দ্রুত চলে আসলাম। আমরা প্রিয় এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’