শতবর্ষপূর্তিতে ঢাবির আলোকচিত্র প্রর্দশনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতর্বষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়।
আজ শুক্রবার তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর ছিল দ্বিতীয় দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের তোলা ১০০টি ছবি নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, হাবিবা রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।