সব ধরনের বিলম্ব ফি মওকুফ করল জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সব শিক্ষার্থীর বিলম্ব ফি আগামী ১৪ জুলাই পর্যন্ত মওকুফ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারি বিবেচনায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০ মার্চ এবং এর ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
জবির সব ইনস্টিটিউট ও বিভাগগুলোর যে সব শিক্ষার্থী বর্তমান মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভর্তি প্রক্রিয়া ও ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি তাদের জন্য আগামী ১২ জুলাই পর্যন্ত ভর্তি এবং ১৪ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।