৫ অক্টোবর ঢাবির হল খোলার সুপারিশ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রায় দেড় বছরের অধিক বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। ওইদিন সকাল ৮টা থেকে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীরা টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন- এমন সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে সভায় বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ৫ অক্টোবর থেকে অন্তত এক ডোজ টিকার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে আবাসিক হলে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা উঠতে পারবেন।’
‘এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থী যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবেন’, যোগ করেন প্রক্টর।
আগামীকাল বুধবার একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে এই সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অধ্যাপক গোলাম রব্বানী।