চবির নতুন উপাচার্য ইফতেখার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গতকাল সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টার দিকে বিদায়ী উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের কাছ থেকে সাবেক উপ-উপাচার্য ড. ইফতেখার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২ জুন রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিধি ১৯৭৩-এর আর্টিকেল ১২ (২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১৭তম ভিসি হিসেবে প্রফেসর ইফতেখারকে নিয়োগ দেন।
দায়িত্ব গ্রহণের আগে নতুন উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
২০১৩ সালের ২০ মে সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইফতেখারকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করা হয় এবং তখন থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির ডিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের মহাসচিব এবং চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন।
ড. ইফতেখার ১৯৫৫ সালের ১ জুলাই নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা বোর্ডের অধীনে ১৯৭০ সালে এসএসসি এবং ১৯৭২ সালে এইচএসসি পাস করেন তিনি।
১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে পরের বছর একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ড. ইফতেখার।