একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফা ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে দ্বিতীয় দফা ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে এই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ড। এ তালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার।
প্রথমবার আবেদন করলেও পছন্দের কলেজগুলোতে আসন সংকটের কারণে যাদের মেধাতালিকায় রাখা যায়নি, ওই সব কলেজের শূন্য তালিকায় তাদের সুযোগ দিয়ে এই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে।
এরপর প্রথম তালিকায় বরাদ্দ পাওয়া কলেজে যারা ভর্তি হয়নি, তারা নতুন করে পাঁচটি কলেজ পছন্দ করে অনলাইনে আবেদন করতে পারবে ৯ ও ১০ জুলাই। এ ক্ষেত্রে কোন কলেজে কী পরিমাণ শূন্য আসন আছে, তা অনলাইনে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন ত্রুটির কারণে যাদের আবেদন গৃহীত হয়নি বা যারা আগে আবেদন করেনি, তারা ১৩ থেকে ২১ জুলাইয়ের মধ্যে কলেজের শূন্য আসন দেখে ভর্তির আবেদন করতে পারবে। চতুর্থ তালিকা ২৩ জুলাই প্রকাশ করার কথা। আর যেসব শিক্ষার্থী ডিজিটাল ভুলের শিকার হয়েছে, তারা ২৬ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।
গতকাল রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, প্রথম দফায় ভর্তির আবেদন জমা পড়েছে ১১ লাখ ৫৬ হাজার ২২৪টি। এ পর্যন্ত ভর্তি হয়েছে নয় লাখ ২৩ হাজার ১০৫ জন।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা হলো, মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফলের ভিত্তিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডই ঠিক করে দেবে, কে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বা এসএমএসের মাধ্যমে পছন্দের পাঁচটি কলেজের তালিকা দিয়ে আবেদন করতে পারে।
এরই মধ্যে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তবে অনেক শিক্ষার্থী নানা জটিলতার কারণে এখনো ভর্তি হতে পারেনি।