জাবিতে ফের যৌন হেনস্তার অভিযোগ
ফের যৌন হেনস্তার অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র।
অভিযুক্ত শিক্ষার্থী যেন স্নাতকোত্তর পরীক্ষায় না অংশ নিতে পারেন এবং এ ঘটনায় যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলে বিষয়টি জানাজানি হয়।
আজ বুধবার এনটিভি অনলাইনকে অভিযোগকারী ওই ছাত্রী বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ১০ আগস্ট তার পরীক্ষা, সে যদি পরীক্ষা দিতে পারে এবং তার যদি শাস্তি না হয় তবে দেশে আইন নেই বলেই জানব।’
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু এ ঘটনার পাঁচ মাস পার হলেও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টো অভিযোগ তুলে নিতে ওই ছাত্র মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি আদালতের দারস্থ হয়েছেন। গত ২ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯ (১) ধারায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন ওই শিক্ষার্থী।
হেনস্তার শিকার ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী তাঁর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক তৈরি করে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে যৌন হয়রানি করে।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, ‘উভয়ের মধ্যে একটি সম্পর্কের ধারাবাহিকতা থেকে এ অভিযোগটি এসেছে। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, সেহেতু আমরা আদালতের আদেশের অপেক্ষায় রয়েছি।’
তপন কুমার আরো জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত রয়েছে। যদি অভিযুক্ত শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা আসে তা মেনে চলবে প্রশাসন।
এর আগেও বেশ কয়েকবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে সেসব ঘটনায় প্রশাসন পদক্ষেপ নেয়। সর্বশেষ বাংলা বর্ষবরণ উৎসবে যৌন হয়রানির ঘটনায় আট ছাত্রকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।