ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
রাজধানীর পলাশীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষক আবদুর রহিমের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে প্রক্টরের আলোচনা হয়েছে।
ঢাবি প্রক্টর বলেন, ‘গত শুক্রবার রাতে ঢাবি ও বুয়েটের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাছে আমরা ঘটনার বিষয় শুনেছি। দ্রুতই এর নিষ্পত্তি হবে।’
তদন্ত কমিটির প্রধান আবদুর রহিম বলেন, ‘আমরা ঘটনার আসল কাহিনী এখনো জানতে পারেনি। আশা করি, দুই এক দিনের মধ্যেই আমরা ঘটনার বিষয় জানতে পারব।’
গত বৃহস্পতিবার রাতে গাঁজা সেবন নিয়ে জহুরুল হক হলের শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বিকেলে জহুরুল হক হলের শিক্ষার্থী ইমরানকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখেন সেখানকার শিক্ষার্থীরা। বিষয়টি জানতে পেরে ঢাবির জহুরুল হক হলের শিক্ষার্থীরা ইমরানকে ছাড়িয়ে আনতে যান। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুয়েটের সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান নামের শিক্ষার্থী আহত হন।