স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ৮ আগস্ট
সারা দেশের এক হাজারের বেশি মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় ৮ আগস্ট স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করবে।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পর্যায়ে নেতৃত্ব তৈরি হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত শৃঙ্খলা আসবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার ও ভোটকেন্দ্র থাকবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ভোটার তালিকাভুক্ত হবে। এদের মধ্য থেকে যে কেউ প্রার্থী হতে পারবে। প্রত্যেক ভোটার প্রতিটি শ্রেণিতে একটি ও সর্বোচ্চ তিনটি শ্রেণিতে দুটি করে মোট আটটি ভোট দিতে পারবে। প্রতিটি শ্রেণিতে একজন করে পাঁচটি শ্রেণিতে পাঁচজন ও পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণি থেকে আরো তিনজন নিয়ে আটজনের স্টুডেন্টস ক্যাবিনেট গঠিত হবে। এই ক্যাবিনেটের মেয়াদ হবে এক বছর। মন্ত্রিপরিষদশাসিত সরকারের আদলেই এই ক্যাবিনেট হবে।
এ বছর ৪৮৭টি উপজেলা ও আটটি মহানগরের এক হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই নির্বাচন হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এর মধ্যে ৪৯৫টি মাধ্যমিক স্কুল, ৪৮৭টি দাখিল মাদ্রাসা ও ৬১টি কারিগরি বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী আরো জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে হাই স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়কে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। যেসব উপজেলায় কারিগরি বিদ্যালয় নেই, সেখানে একাধিক মাধ্যমিক স্কুলকে মনোনীত করা হয়েছে। এই হিসাবে ৪৮৭টি উপজেলায় এক হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৩২ জন। আর প্রার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৪৩ জন।