চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন আজ থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ আজ সোমবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক ও বিবিএতে ভর্তিচ্ছু প্রার্থীদের মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে।
এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। এর মধ্যে কোটাভিত্তিক আসন রাখা হয়েছে ৬৫৪টি। ভর্তি আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।