মন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ
শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলেই একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, অচিরেই আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হবে।
urgentPhoto
আজ শনিবার সকালে হেয়ার রোডের বাসভবনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এমন আশা প্রকাশ করেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মিনিস্টারদের (মন্ত্রী) নিয়েই কমিটি গঠন করা হয়েছে। সেখানে গভর্নমেন্ট (সরকার) গুরুত্ব দিয়েছে এবং এই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। আমরা আশা করি, এটার একটা সমাধানের পথ বের করতে সক্ষম হব এবং এটা কোনো বড় সমস্যা হিসেবে সামনে আসবে না। সে রকম একটা আশায় আমরা আছি।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন যে অবস্থা, এই অবস্থায় ভর্তি পরীক্ষা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। কারণ শিক্ষকদের আমরা চার মাস বুঝিয়ে রেখেছি। তাঁদের সঙ্গে কথা বলেছি। বারবার বলেছি, একটা সমাধান হয়ে যাবে। দীর্ঘদিন প্রতীক্ষার পরও আমরা বলার মতো কোনো সমাধান পাইনি। অল্প সময়ের মধ্যেই আমরা একটি সমাধানে যেতে পারবো। আদারওয়াইজ (অন্যথায়) কিন্তু আমাদের পেছনে যাওয়ার কোন উপায় নেই। আমাদেরকে কঠোর ব্যবস্থার মধ্যে যেতে হবে। এটি কারোর জন্য ভালো হবে না। শিক্ষাঙ্গন যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে পুরো দেশ কিন্তু অশান্ত হয়ে যাবে। উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’
নতুন বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ, বেতন বৃদ্ধিসংক্রান্ত যাবতীয় জটিলতা দূর করা ও বিভিন্ন পেশাজীবীর দাবি-দাওয়ার বিষয়ে পর্যালোচনা শেষে সুপারিশ তৈরি করতে একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির নাম দেওয়া হয়েছে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।’ গত বুধবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের এ কমিটি গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভা পেকমিশনের সুপারিশে নতুন বেতন কাঠামো অনুমোদন দেয়। এ দিন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কমিটি গঠনের বিষয়ে জানিয়েছিলেন।
‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে’- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন।