চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার। চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।
অধ্যাপক ড. কামরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শিরীন আখতারকে আগামী ৪ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নব নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উপাচার্য নব নিযুক্ত উপ-উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন।
প্রফেসর ড. শিরীন আখতার ১৯৫৬ সালে চট্টগ্রাম শহরের ঈদগাও এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি ২০০৬ সালে ২৫ জানুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। কৃতী গবেষক এ শিক্ষকের ১৪টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত গল্প, উপান্যাস, গবেষণা প্রবন্ধ রয়েছে।
এর আগে ড. শিরীন আখতার ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বিএ অনার্স এবং ১৯৮১ সালে এমএ ডিগ্রি লাভ করেন। মেধাবী এ শিক্ষক ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচ এস সি এবং ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন।